মুখবন্ধ

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ

সম্মানিত অভিভাবকবৃন্দ,

আল-কুরআন বিশ্বমানবতার মুক্তির সনদ, মহান আল্লাহ তায়ালার বাণী বান্দার প্রতি বিশেষ নিয়ামত ও সর্বশ্রেষ্ঠ মু’জিযা যাতে রয়েছে মানবজাতির সকল দিক ও বিভাগ সম্পর্কে স্পষ্ট দিকনির্দেশনা। আল কুরআনের সংরক্ষণ আল্লাহ তা’য়ালার এক অভিনব পদ্ধতি। আল-কুরআনুল কারীমের অসংখ্যা অলৌকিক বিষয়ের মধ্যে এর হিফজকরণ একটি অন্যতম মু’জিযা। পৃথিবীর কোনো যুগে কোনো ধর্মগ্রন্থের কোনো হাফেজ ছিল না বর্তমানেও নেই। একমাত্র ব্যতিক্রম আল-কুরআনুল কারীম। বর্তমান বিশ্বের লক্ষ কোনটি নর-নারীর হৃদয়ের এ মহান কিতাব সংরক্ষিত রয়েছে। আগামীতেও আমাদের সন্তানদের আল-কুরআনুল হিফজ করার ব্যবস্থা করে এ ধরা অব্যাহত রাখতে হবে। এটি মুসলিম উম্মার জাতীয় দায়িত্ব।

আমরা আননন্দের সাথে ঘোষণা করছি যে, চলমান বিশ্বের প্রতিযোগিতামূলক চ্যালেঞ্জ মোবাবেলায় পারঙ্গম ও ইসলামী চরিত্রের নিষ্ঠাবান অনুসারী, দেশ প্রেমিক, সৎ ও যোগ্য প্রজন্ম সৃষ্টির মহান ব্রত নিয়ে ২০১০ সালের মাঝামাঝি সময়ে িএকটি সুন্দর মনোরম পরিবেশে ‘দারুল ইরফান হিফজ মাদরাসা’ নামে একটি আধুনিক হিফজ মাদরাসা সাহসী যাত্রা শুরু করে মহান আল্লাহর অপার করুণায়। দারুল ইরফান ট্রাস্ট এর শিক্ষানুরাগী, ত্যাগী ও দ্বীনদার ব্যক্তিবর্গ দৃঢ়হাতে নিরন্তর তত্ত্বাবধানে প্রতিষ্ঠান পরিচালনার হাল ধরে রয়েছেন। আমাদের দেশে ইসলামী শিক্ষা ব্যবস্থায় হিফজুল কুরআনের গুরুত্ব অনুধাবন করে দেশে অসংখ্যা হিফজ মাদরাসা প্রতিষ্ঠিত হয়েছে। এসব মাদরাসাগুলোতে হিফজের পাশাপাশি কুরআনের বাস্তব জ্ঞান তথা আধুনিক শিক্ষা না থাকায়, শিক্ষার্থীগণ যুগোপযোগী শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এর ফলে তারা উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারছে না। প্রকৃতপক্ষে কুরআন হিফজের মাধ্যমে শিক্ষার্থীর মেধা বিকশিত এবং উৎকর্ষ সাধিত হয়, ফলে তা আধুনিক শিক্ষা গ্রহণের ক্ষেত্রে অন্তরায় না হয়ে সহায়ক ভূমিকা পালন করে। কিন্তু প্রচলিত পদ্ধতিতে পরিচালিত হিফজ মাদরাসাগুলো যুগের চাহিদা পূরণ করতে সক্ষম হচ্ছে না। এছাড়া মানসম্পন্ন থাকা খাওয়াসহ উন্নত পরিবেশে হিফজ করার ব্যবস্থা নেই বললেই চলে, তাই প্রচলিত ও গতানুগতিক ধারায় হিফজুল কুরআন মাদরাসা পরিচালনা করা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দশ্য আধুনিক কারিকুলামহ আন্তর্জাতিক মান সংরক্ষণ। হিফজের সাথে সাধারণ শিক্ষার এমনভাবে সমন্বয় করা হয় যাতে হিফজ শেষে মাদরাসা বোর্ডের সিলেবাস অনুযায়ী একজন ছাত্র সপ্তম শ্রেণি থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারে নির্বিঘ্নে। একজন সচেতন অভিভাবক হিসেবে নৈতিক অবক্ষয়ের এ দুর্দিনে আপনার প্রিয় সন্তানের লেখাপড়া ও চরিত্র গঠনের দায়িত্ব আমাদের ওপর ন্যাস্ত করে আপনি নিশ্চিন্ত হতে পারেন। আমরা এ কঠিন দায়িত্ব গ্রহণের অঙ্গীকার। আপনি অন্ততঃ আপনার একটি সন্তানকে আল্লাহ তায়ালার এই আখেরী কালাম হিফজ করানোর জন্য সিদ্ধান্ত নিন। আপনার স্বপ্ন বাস্তবায়নে আমাদের প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করুন। আপনার স্বপ্ন পূরণে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টাকে অব্যবহত রাখবো। ইনশাআল্লাহ। আল্লাহ তা’য়ালার আমাদের সকল  কার্যক্রম কবুল করুন।

‘আমীন’।