কেন আমরা ব্যতিক্রম

যেসব কারণে আমরা ব্যতিক্রম

  • এ প্রতিষ্ঠান সম্পূর্ণ সেবামূলক। আল্লাহর জন্যই এর সূচনা এবং পথচলা।
  • সুন্নাতের প্রকৃত অনুসারী ও তাক্বওয়াভিত্তিক জীবন গঠনের লক্ষ্যে নিয়মিত মোটিভেশন প্রোগ্রাম পরিচালনা।
  • হিফজের পাশাপাশি আরবী, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটারসহ মৌলিক বিষয়গুলো গুরুত্বের সাথে শ্রেণিভিত্তিক নিয়মিত পাঠদান।
  • পর্যায়ক্রমে হিফজের পাশাপাশি ইবতেদায়ী সমাপনী পরীক্ষায় উপযোগী করে তোলা এবং প্রতিষ্ঠান থেকে সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের ব্যবস্থা।
  • শীতাতপ নিয়ন্ত্রিণ উন্নতমানের আধুনিক শ্রেণিকক্ষ।
  • আমাদের নিজেদের সন্তানদের জন্য আমরা এ প্রতিষ্ঠানকে বাছাই করেছি।
  • শারীরিক শাসন নয়, আদর ও সোহাগের মাধ্যমে শিক্ষার্থীকে গড়ে তোলা।
  • আধুনিক ও হোস্টেল ব্যবস্থা।
  • দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা।
  • আন্তর্জাতিক মানের যোগ্য, চরিত্রবান ও প্রশিক্ষিত হাফিজ ও ক্বারীদের মাধ্যমে শিক্ষাদান।
  • তাজবীদভিত্তিক বিশুদ্ধ ও মার্জিত উচ্চারণ।
  • তিন বছরের মধ্যে হিফজ সমাপনের ব্যবস্থা (ইনশাআল্লাহ)
  • আরবী, বাংলা, ইংরেজি, গণিত ও কম্পিউটারসহ প্রত্যেক বিষয়ের জন্য আলাদা শিক্ষক।
  • জাতীয় ও আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতায় অংশগ্রহণ।
  • ক্লাসের পড়া ক্লাসেই শিখানোর ব্যবস্থা।
  • পাঠ পরিকল্পনা গ্রহণ ও অনুসরণ।
  • আরবী ও ইংরেজিতে কথোপকথনের জন্য স্পোকেন ক্লাসের ব্যবস্থা।
  • সবার জন্য কম্পিউটার শিক্ষা বাধ্যতামূলক।
  • শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত অগ্রগতির লক্ষ্যে অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা।
  • মহিলা শিক্ষার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞ মহিলা হাফিজা দ্বারা কুরআন হিফজ করার সুব্যবস্থা।